ক্যাশ অন ডেলিভারি তথা পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের ক্ষেত্রে কোনো প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি কোনো আপত্তি থাকে তবে আপনি শুধু ডেলিভারি চার্জ প্রদান করে ডেলিভারি এক্সিকিউটিভের কাছে প্রোডাক্টটি দিয়ে দিবেন। যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নেয়ার পর যদি মনে হয় প্রোডাক্টটি আপনি রিটার্ন করতে চান, তবে অবশ্যই ৭ দিনের মধ্যে আমাদের অফিসে/হাতে অক্ষত অবস্থায় সে প্রোডাক্ট পৌঁছাতে হবে। এ ক্ষেত্রে ডেলিভারি চার্জ ও কুরিয়ারের বা যে কোনো পেমেন্ট এর চার্জ কর্তন স্বাপেক্ষে অবশিষ্ট মূল্য পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে গ্রাহককে বুঝিয়ে দিব আমরা। আর রিটার্ন আমাদের অফিস পর্যন্ত পৌঁছানোর সকল দায়-দায়িত্ব সম্পূর্ণ গ্রাহকের। রিটার্ন করলেই যে টাকা-ই ব্যাক নিতে হবে গ্রাহককে, তা নয়। গ্রাহক চাইলে ভিন্ন কোনো প্রোডাক্টও নিতে পারবেন। আমিকিনির সাথে থাকার জন্য ধন্যবাদ।